No Internet Connection !

বাংলাদেশের সমুদ্র সৈকত

প্রশ্ন: কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উ: ১৫৫ কি. মি.।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? উ: কক্সবাজার সমুদ্র সৈকত।
প্রশ্ন: কক্সবাজারের নামকরণ করা হয় কার নামানুসারে? উত্তর: ক্যাপ্টেন হিরাম কক্স-এর নামে (১৭৯৯ সালে)।
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? উ: ৭১১ কি. মি.।
প্রশ্ন: কক্সবাজারের প্রাচীন নাম কী? উত্তর: পালংকি (স্থানীয় ভাষায় প্যানোয়া)।
প্রশ্ন: বাংলাদেশের 'সাগর কন্যা' বলা হয় কাকে? উ: কুয়াকাটা সমুদ্র সৈকতকে।
প্রশ্ন: কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উ: ১৮ কি. মি.।
প্রশ্ন: কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উ: পটুয়াখালী।
প্রশ্ন: বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশবিশেষ? উত্তর: ভারত মহাসাগর।
প্রশ্ন: বঙ্গোপসাগরের গড় গভীরতা কত? উত্তর: ২,৬০০ মিটার বা ২.৬ কিমি।
প্রশ্ন: বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়? উ: কুয়াকাটা।
প্রশ্ন: সোয়াচ অব নো গ্রাউন্ড কী? উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদ।
প্রশ্ন: বঙ্গোপসাগরের সর্বোচ্চ গভীরতা কত? উত্তর: ৫২৫৮ মিটার (অর্থাৎ ৫.২৫৮ কিমি)।
প্রশ্ন: বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি? উত্তর: কক্সবাজার।
top
Back
Home
Gsearch